বিজ্ঞাপন দিন

জলঢাকায় মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ দশটি উদ্যোগ নিয়ে কর্মশালা অনুষ্ঠিত



মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২১জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) আজাহারুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল, থানা অফিসার ইনচার্জ ফিরোজ কবির,শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, গোলাম আজম এলিচ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএইচএম রেজওয়ানুল কবীর প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক। মাননীয় প্রধানমন্ত্রীর ১০ উদ্দোগ প্রজেক্টের মাধ্যমে তুলে ধরেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না। কর্মশালায় সবার জন্য বিদ্যুৎ, নারীর ক্ষমতায়ন, আশ্রয়ন, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা কর্মসুচী নিয়ে আলোচনা করা হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বকে দেখিয়েছেন পদ্মা সেতু শুধুমাত্র অবকাঠামো নয়, পদ্মা সেতু হচ্ছে বাংলাদেশের সক্ষমতা। এটি এখন বাংলাদেশের আত্বমর্যাদা ও আত্ব অহংকারের জায়গা। তিনি আরো বলেন, দেশের তৃনমুল পর্যায়ের  জনসাধারণকে সম্পৃক্ত করে যে অর্থনৈতিক কাঠামো গড়ে উঠেছে তা একটি বিরল ঘটনা। তিনি আরো বলেন, গ্রামীণ জনপদে স্বাস্থ্যসেবায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দ্যোগ কমিউনিটি ক্লিনিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এজন্য প্রধানমন্ত্রীর দশটি উদ্ভাবনকে অত্যন্ত গুরুত্ব দেয়া হচ্ছে যার মাধ্যমে ২০২৫ সালের মধ্যে সকলের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।  উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মশালায় সরকারী বিভিন্ন দফতর প্রধান, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, এনজিও প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিগন অংশগ্রহণ করেন।

Post a Comment

0 Comments