বিজ্ঞাপন দিন

জলঢাকায় তথ্য অধিকার আইন ২০০৯ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৩জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আজহারুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ তথ্য কমিশনের সহকারী পরিচালক মোঃ সালাহ উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, সাব-রেজিস্টার মনিষা রায়, উপজেলা স্বাাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএইচএম রেজওয়ানুল কবীর, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল আউয়াল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক ও উপজেলা শিক্ষা অফিসার নুর মোহাম্মদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রকাশ চন্দ্র রায় ও উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মীর হাসান আল বান্না প্রমুখ। এসময় তিনি তথ্য অধিকার আইনের বিস্তারিত তুলে ধরে বলেন, তথ্যের অবাধ প্রবাহ এবং জনগনের অধিকার নিশ্চিত করণের লক্ষ্যেই তথ্য অধিকার আইন ২০০৯ প্রণীত হয়েছে। তিনি আরো বলেন, সংবিধান মতে যেহেতু জনগন প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক সেহেতু জনগণের ক্ষমতায়নের জন্য তথ্য অধিকার নিশ্চিত করা আবশ্যক। এতে সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থা এবং সরকারি ও বিদেশী অর্থায়নে পরিচালিত বেসরকারি সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে, দুর্নীতি হ্রাস পাবে ও সুশাসন প্রতিষ্ঠিত হবে। এই আইনের সুফল জনগণের দোর গোড়ায় পৌছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানান। উপজেলা প্রশাসনের আয়োজনে জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

Post a Comment

0 Comments