বিজ্ঞাপন দিন

জলঢাকায় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করণ ও আলোচনা সভা



মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃনীলফামারীর জলঢাকা উপজেলায় জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে র‍্যালি, পোনামাছ অবমুক্ত করন, ক্রেষ্ট ও সনদ প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে একটি র‍্যালি শেষে উপজেলা চত্তরে অবস্থিত পুকুরে বিভিন্ন জাতের পোনামাছ অবমুক্ত করা হয়। এর আগে মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসানের সভাপতিত্বে বক্তব্যে রাখেন পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম আজম এলিচ,সমাজ সেবা কর্মকর্তা আব্দুল আউয়াল, মুক্তিযোদ্ধা আব্দুল গফফার,এস আই উজ্জ্বল সাহ প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন উপজেলা মৎস্য কর্মকর্তা লিসমা হাসান। উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান বলেন দেশি মাছ সংরক্ষণে উপজেলা প্রশাসন প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবে। এবারে উপজেলায় মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় দুই জন মৎস্য চাষীকে ত্রেস্ট  ও সনদ প্রদান করা হয়।

Post a Comment

0 Comments