বিজ্ঞাপন দিন

জলঢাকায় ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরণ

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশনায় উপজেলা সমাজ কল্যাণ কমিটির আওতায় ভিক্ষা বৃত্তি নিরসন কল্পে ভিক্ষা বৃত্তিতে নিয়োজিত ব্যাক্তিদের মাঝে ব্লাক বেঙ্গল ছাগল বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এসব ছাগল বিতরণ করেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন। উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজওয়ানুল কবীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল হক, অফিসার ইনচার্জ ফিরোজ কবির প্রমুখ। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল জানান, সমাজ কল্যাণ কমিটির আওতায় উপজেলায় মোট ৬০ জন ভিক্ষুকের মাঝে ৬০ টি ছাগল বিতরণ করা হবে। প্রথম পর্যায়ে ১২ জনের মাঝে ১২ টি ছাগল বিতরণ করা হয়। এসময় জেলা প্রশাসক বলেন, মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল মানুষের দুঃখ নিরসনে কাজ করছে। এছাড়াও তিনি বৈশ্বিক সংকটের কারনে চলমান পরিস্থিতিতে সকলকে সাশ্রয়ী হওয়ার আহবান জানান। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এই বিতরণ কার্যক্রমের আয়োজন করে। এর আগে তিনি শতাধিক প্রতিবন্ধীর মাঝে সুবর্ন নাগরিক পরিচয় পত্র বিতরণ করেন।

Post a Comment

0 Comments