বিজ্ঞাপন দিন

জলঢাকায় জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাহিনুর ইসলাম জীবন, স্টাফ রিপোর্টার, জলঢাকা, নীলফামারী। নীলফামারীর জলঢাকায় সোমবার সকালে উপজেলার শৌলমারী ইউনিয়ন পরিষদ হলরুমে মতবিনিময় সভা করেছেন কৈমারী, শৌলমারী ও ডাউয়াবাড়ীসহ তিনটি ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও ইউপি সদস্যদের সাথে জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী। জানা গেছে, কৈমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাদেকুল সিদ্দিক সাদেক এর সভাপতিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক। এসময় উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, শৌলমারী ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান জামান, ডাউয়াবাড়ী ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম মুকুল, কাঁঠালী ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিন, কৈমারী ইউপি সচিব রশিদুল আলম, শৌলমারী ইউপি সচিব মামুনুর রশিদ মামুন, ডাউয়াবাড়ী ইউপি সচিব, ইউপি সদস্য জবেদুল ইসলাম, জনি ইসলাম, আলমগীর হোসেন, মজু হোসেন, নির্মল চন্দ্র রায়, রশিদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের সাধারন জনগণ ও আরও অনেকে উপস্থিত ছিলেন। ঐ দিন বিকাল ৪টায় মতবিনিময় সভা করেছেন বালাগ্রাম ইউনিয়ন পরিষদ ও গোলমুন্ডা ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ। এসময় উপস্থিত ছিলেন, বালাগ্রাম ইউপি চেয়ারম্যান আহাম্মেদ হোসেন ভেন্ডার, গোলমুন্ডা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানসহ সংরক্ষিত মহিলা সদস্য এবং এদের মধ্যে উপস্থিত ছিলেন, মিলন হোসেন, মোসলেম উদ্দিন, শ্যামল চন্দ্র রায়সহ আরও অনেকে। এসময় জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট মমতাজুল হক বলেন, আমি নির্বাচিত হলে আমার জেলার অধীনস্ত প্রতিটি উপজেলায় আপনাদের সহযোগীতায় উন্নয়ন করার চেষ্টা করবো।

Post a Comment

0 Comments