বিজ্ঞাপন দিন

জলঢাকায় জাতীয় শোক দিবস পালিত

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালিত হয়েছে। আজ সোমবার (১৫ আগস্ট) সকালে বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরারে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে কর্মসুচির সুচনা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর ও উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। তারা উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, সরকারি বিভিন্ন দপ্তর, সরকারী কলেজ, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, তাতী লীগ, মৎসজীবি লীগ, ব্যারিষ্টার তুরিন আফরোজ ফাউন্ডেশন, শেখ ফজলুল হক মনি স্মৃতি সংসদ, শেখ রাসেল স্মৃতি সংসদ, স্বাস্থ বিভাগ,স্কাউট, সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধু চত্বরের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগের সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক গোলাম মোস্তফা, পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, থানা অফিসার ইনচার্জ ফিরোজ কবির, ভাইসচেয়ারম্যান গোলাম পাশা এলিচ ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমন আহমেদ প্রমুখ। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক ও অধ্যক্ষ আবেদ আলী। পরে উপজেলা পরিষদ হলরুমে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সকল কর্মসুচিতে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে।

Post a Comment

0 Comments