বিজ্ঞাপন দিন

জলঢাকায় খাদ্য অধিদপ্তরের পরিচালনায় ও এম.এস.এর চাল বিতরণ

জাহিনুর ইসলাম জীবন, স্টাফ রিপোর্টার, জলঢাকা, নীলফামারী। নীলফামারীর জলঢাকায় বৃহস্পতিবার সকালে খাদ্য অধিদপ্তর এর মাধ্যমে ও এম.এস.এর পৌরসভায় ডিলার নিযুক্ত করে ট্রাকসেল/দোকান এর মাধ্যমে জনপ্রতি ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। পৌরসভা এলাকার তিনটি পয়েন্টে ৮জন ডিলারের মাধ্যমে সপ্তাহে শুক্রবার ও শনিবার ছাড়া ৫দিন এ চাউল বিতরণ করা হবে বলে জানালেন ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা। চাল বিতরনে উদ্বোধনীতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান, উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা সুলতানুল ইসলাম (সুমন), দুন্দিবাড়ী সাইটেরপাড় পযেন্টে ট্যাগ অফিসার সহকারী খাদ্য পরিদর্শক আকতারুজ জামান, ডিলার সুমন মিয়া, যুবলীগ নেতা তাহজুল ইসলাম (তাজু), কদমতলী পয়েন্টে ট্যাগ অফিসার আব্দুল ছালেক, ডিলার মানু মিয়া ও জয়নাল আবেদীন, মাথাভাঙ্গা পয়েন্টে ট্যাগ অফিসার আজিজুল ইসলাম, ডিলার আতিকুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন। উপস্থিত পয়েন্টে উপজেলা নির্বাহী অফিসার বলেন, এক মুস্টি চাল কম হলে ডিলার নিয়োগ বাতিল করা হবে।

Post a Comment

0 Comments