বিজ্ঞাপন দিন

জলঢাকায় বাল্যবিয়ে প্রতিরোধে কিশোরীদের মাঝে তথ্যকার্ড বিতরণ

স্টাফ রিপোর্টারঃ সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর আওতায় নীলফামারীর জলঢাকায় বাল্যবিবাহ প্রতিরোধে কিশোরীদের মাঝে তথ্যকার্ড বিতরণ করে ব্রাক। 'মেয়ে আমার অহংকার, ১৮ বছরের আগে বিয়ে নয় এ আমাদের অঙ্গীকার' শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার বিকেলে পৌরসভার বগুলাগাড়ী বাবুল্ল্যা পাড়ায় ব্রাকের ১০ নং পল্লী সমাজের উদ্যোগে এসব বাল্যবিবাহ প্রতিরোধে তথ্যকার্ড বিতরণ করা হয়। ব্রাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর (সেল্প) অফিসার লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ব্রাকের নীলফামারীর লিগ্যাল প্রোটেকশন বিভাগের ডিপুটি ম্যানেজার এনামুল হক, প্রেসক্লাব সহ সাধারণ সম্পাদক ও দৈনিক খোলা কাগজের প্রতিনিধি আবেদ আলী ও অফজারভার প্রতিনিধি হাসানুজ্জামান সিদ্দিকী হাসান প্রমুখ। পরে আলোচনা সভা শেষে কিশোরীদের মাঝে থানা ও উপজেলা প্রশাসন এবং ব্রাক আইনি সহায়তা প্রদানকারী কর্মকর্তার মোবাইল নম্বর ও জন্ম তারিখ সহ বিভিন্ন তথ্য সম্বলিত বাল্য বিবাহ প্রতিরোধের জন্য তথ্য কার্ড বিতরন করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

Post a Comment

0 Comments