বিজ্ঞাপন দিন

জলঢাকায় সুরক্ষা নীতি নিয়ে অবহিতকরণ ওয়ার্কসপ অনুষ্ঠিত



মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় ইয়ুথ লার্নিং সেন্টার কার্যক্রম ও সুরক্ষা নীতি বিষয়ে অবহিতকরণ ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা কমিউনিটি লার্নিং সেন্টারে দিনব্যাপী এই ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষণ পরিচালনা করেন উদয়াংকুর সেবা সংস্থার প্রজেক্ট কো-অর্ডিনেটর জমিল ও  ইয়ুথ লার্নিং সেন্টারের ম্যানেজার মোর্শেদুল আলম রিপন। এসময় উপস্থিত ছিলেন ইয়ুথ লার্নিং সেন্টারের ইনোভেশন লিড,- এনামুল হক। ম্যানেজার মোর্শেদুল আলম জানান, শিশু ও কিশোর - কিশোরী ও যুব শ্রেনীর জন্য একটি সুরক্ষা ও সন্মান জনক পরিবেশ তৈরি করা, যাতে করে "ইয়ুথ লার্নিং সেন্টার" প্রকল্পের মাধ্যমে তাদের মাঝে লিংগ বৈষম্য দুর করে সামাজিক ও অর্থনৈতিক সক্ষমতা অর্জনের জন্য সম্ভাবনা পুর্ণ করে গড়ে তোলা। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় উদয়াংকুর সেবা সংস্থার  আয়োজনে প্রশিক্ষণে ২৫ জন পেশাভিত্তিক স্থানীয় দক্ষ ও অভিজ্ঞ ব্যাক্তিবর্গ অংশগ্রহণ করে।

Post a Comment

0 Comments