বিজ্ঞাপন দিন

জলঢাকায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর জলঢাকায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ) এর সহযোগিতায় উপজেলা প্রশাসন ও ব্র্যাক আয়োজনে সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজওয়ানুল কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মাহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা মাহিলা বিষয়ক কর্মকর্তা পূরবী রানী রায়, সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল, ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, সাদেকুল সিদ্দিক সাদেক, ব্রাকের জেলা সমন্বয়কারী আক্তারুল ইসলাম, ব্রাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি জেলা ব্যবস্থাপক মাইকেল বাস্কে ও জলঢাকা অফিসার লুৎফর রহমান প্রমুখ। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, বিবাহ রেজিস্টার কাজী ও গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ নেয়।

Post a Comment

0 Comments