বিজ্ঞাপন দিন

জলঢাকায় জেলা পরিষদ নির্বাচনকে ঘিরে আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থীর মতবিনিময় সভা

আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ আসন্ন ১৭ অক্টবর নীলফামারী জেলা পরিষদ নির্বাচনকে ঘিরে জলঢাকায় চাঙ্গা হয়ে উঠছেন দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা। তারা দলমত নির্বিশেষ ঐক্যমতের ভিত্তিতে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ মমতাজুল হককে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করতে চান। গত ২৩ আগস্ট জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় আবারও নির্বাচনী হাওয়া বইছে জেলা ও উপজেলা শহর গুলোতে। এবারও জেলা পর্যায়ে সর্বোচ্চ স্থানীয় সরকার প্রতিষ্ঠান জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে দলীয় প্রতীকে। আগামী ১৫ সেপ্টেম্বর মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ। ১৭ অক্টোবর ভোটগ্রহণের দিন ধার্য করা হয়েছে। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই প্রচার প্রচারণায় যেন চাঙ্গা হয়ে উঠছে রাজনীতির মাঠ। গতরোববার দুপুরে উপজেলার বঙ্গবন্ধু বাজারে ইউপি চেয়ারম্যান পরিষদের ব্যানারে ইউপি সদস্য এবং সংরক্ষিত আসনের নারী সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পরিষদের নির্বাচনে আওয়ামীলীগের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এ্যাডঃ মমতাজুল হক। এসময় বক্তব্য রাখেন আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার ড. তুরিন আফরোজ, জেলা সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আবুজার রহমান, ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েলুর রহমান, জলঢাকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল, গোলনা ইউপি চেয়ারম্যান মশিউর রহমান, কাঁঠালি ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিন, কৈমারী ইউপি চেয়ারম্যান সাদেকুল সিদ্দিক সাদেক, ডাউয়াবাড়ি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম মুকুল, ধর্মপাল ইউপি চেয়ারম্যান আবু তাহের, খুটামারা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, মীরগঞ্জ ইউপি চেয়ারম্যান মানিক ও মেম্বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিলন প্রমুখ।

Post a Comment

0 Comments