বিজ্ঞাপন দিন

জলঢাকায় সপ্তাহব্যাপী শ্যামাকালী পুজা উৎসব ও লীলা প্রদর্শনী মেলা পরিদর্শনে ব্যারিস্টার তুরিন



আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর জলঢাকায় সনাতন ধর্মাম্বলীদের সপ্তাহব্যাপী শ্রী শ্রী শ্যামাকালী পুজা উৎসব ও লীলা প্রদর্শনী মেলা পরিদর্শন করেন আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর এবং ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. তুরিন আফরোজ।  গত ২৪ অক্টোবর হতে উপজেলার শৌলমারী ইউনিয়নের মালিপাড়া, সিংড়িয়া শিবের হাট বাজার কালী মন্দির ও খুটামারা কেল্লাবাড়ি এবং কৈমারী খামার কাচারি সহ বিভিন্ন ইউনিয়নে সপ্তাহব্যাপী এই শ্যামাকালী পুজা উৎসব ও লীলা প্রদর্শনী মেলা অনু্ষ্ঠিত হয়। অনুষ্ঠানগুলোর প্রতিটিতে প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার ড. তুরিন আফরোজ।এসময় আওয়ামীলীগ সরকারের উন্নয়ন সফলতার কথা তুলে ধরে তিনি বলেন, বিএনপি জামায়াত সরকার আমলে স্বাধীনতার মূল্যবোধকে ধ্বংস করে পাকিস্তানি ভাবধারায় রাষ্ট্র পরিচালনার চেষ্টা করা হয়েছে। ওই সময় বাংলাদেশ খুব বেশি এগোতে পারেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে দেশ এখন অনেকদূর এগিয়েছে। বাড়ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কাঠামোগত রূপান্তর ও সামাজিক অগ্রগতি। তিনি জলঢাকাকে নয়া জলঢাকা আন্দোলনের ঘোষনা দিয়ে আরো বলেছেন, শেখ হাসিনার অপ্রতিরোধ্য পথ চলায় বাংলাদেশ আজ ছুটে চলেছে উন্নয়নের মহাসড়কে। তাই আগামী জাতীয় নির্বাচনে নতুন প্রজন্মের প্রথম ভোট নৌকা মার্কার পক্ষে হউক।পরে শ্যামকালী পূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির আয়োজনে নৃত্যনুষ্ঠানে বিজয়ী প্রতিযোগী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন।এসময় উপস্থিত ছিলেন, কৈমারী ইউপি চেয়ারম্যান সাদেকুল সিদ্দিক সাদেক, ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক এনামুল হক, পেশাজীবী সংঘের উপজেলা সভাপতি প্রভাষক তইবুর রহমান সেলিন, পৌর সভাপতি রাজু হোসেন, ইউপি সদস্য ঝড়িয়া চন্দ্র রায়, সনাতন সম্প্রীতি সংঘের সাংগঠনিক সম্পাদক রঞ্জন কুমার রায়, ফাউন্ডেশনের শৌলমারী ইউনিয়ন সভাপতি বসনু কুমার রায়, কৈমারী ইউনিয়ন সভাপতি শুমার রায়, সাধারণ সম্পাদক আলিমুদ্দিন ময়না, ফাউন্ডেশন কর্মী এমএ হান্নান টিটু, সুজিৎ কুমার রায় ও বিপুল রায় প্রমুখ। এর আগে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় অতিথিদের। অনুষ্ঠানগুলোতে ভক্তদের ছিল ভরপুর উপস্থিতি। 

Post a Comment

0 Comments