বিজ্ঞাপন দিন

কুড়িগ্রামে চরাঞ্চলের সুবিধা বঞ্চিত নারীদের মাঝে ভেড়া বিতরণ

রাশেদুজ্জামান তাওহীদ, কুড়িগ্রাম প্রতিনিধি ঃ ১০.১১.২০২২ উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধা বঞ্চিত ৮৬টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অর্থায়নে সুফলভোগী নারীদের মাঝে ভেড়া বিতরণ করা হয়েছে। কুড়িগ্রাম সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ৩৯টি পরিবারের মাঝে এসব ভেড়া প্রদান করা হয়। ভেড়া বিতরণ অনুষ্ঠানে প্রতিটি পরিবারকে ৩টি করে ভেড়া দেয়া হয়। চরাঞ্চলের এসব ছিন্নমুল মানুষ ভেড়া পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সুফলভোগীদের হাতে ভেড়া তুলে দেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেদুল হাসান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মোদাচ্ছির বিন আলী, কুড়িগ্রাম সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এআরএম আল মামুন, ভেটেরিনারি সার্জন বীরেন্দ্র নাথ রায় ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. সুজন চন্দ্র বর্মন প্রমূখ।

Post a Comment

0 Comments