বিজ্ঞাপন দিন

জলঢাকায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইন সুরক্ষা কর্মসূচীর আওতায় মিলন মেলা

স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর জলঢাকায় বাল্যবিয়ে রোধে জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইন সুরক্ষা কর্মসূচী (সেল্ প) এর উদ্যোগে কর্মীদের নিয়ে এক মিলন মেলা অনু্ষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ বুধবার (৯ নভেম্বর) বিকেলে পৌরসভার বাবুল্লা পাড়ায় বাল্যবিয়ে রোধে জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাব সহ সাধারণ সম্পাদক আবেদ আলী। স্থানীয় সমাজসেবক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনু্ষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন, ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইন সুরক্ষা কর্মসূচী (সেল্ প) অফিসার লুৎফর রহমান ও হাফেজ মহসিন আলী প্রমুখ। এর আগে বাল্যবিয়ে রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে পল্লীর নারীদের শপথ গ্রহণ করা হয়।

Post a Comment

0 Comments