বিজ্ঞাপন দিন

জলঢাকায় শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন-এমপি রানা



গোলাম রব্বানী-ডলার, নীলফামারী জেলা প্রতিনিধিঃ "শান্তির জন্য পরিবর্তন আর পরিবর্তনের জন্য জাতীয় পার্টি" "৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে" এ স্লোগানকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা পৌরসভাসহ ১১টি ইউনিয়নে অসহায় দরিদ্র শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জাতীয় সংসদ সদস্য -১৪, নীলফামারী-৩ মেজর অবঃ রানা মোহাম্মদ সোহেল। হিমালয় সংলগ্ন জেলা নীলফামারী হওয়ায় এ অঞ্চলে শীতের প্রবণতা অনেকটাই বেশী ফলে যবু থবু হয়ে পরছে নিম্ন আয়ের মানুষজন। সে কারনেই আজ শনিবার ২৮ জানুয়ারী সকালে পৌরসভাসহ উপজেলা বিভিন্ন ইউনিয়নে এমপি অবঃ রানা মোহাম্মদ সোহেল শীতার্থ মানুষের হাতে কম্বল তুলে দেন। কম্বল বিতরণ কালে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাইদার রহমান বুলু, পৌর জাতীয় পার্টির সভাপতি আনিছুর রহমান যাদু, সাধারণ সম্পাদক শরিফুল  ইসলাম প্রিন্স, পৌর কাউন্সিল হাবিবুর রহমান মন্টু, আনোয়ার হোসেন, জাপানেতা দুলাল আর্মি,  বাবলুর রহমান, তহমিদার রহমান মিলন, মিজানুর রহমান মিজান, বালাগ্রাম ইউনিয়নের সভাপতি হাসানুর রহমান হাসান, এমপির পি,এস ফারুক হোসেন  ও পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। এর আগে এমপি রানা মোহাম্মদ সোহেল বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাকে যদি মনোনয় দেয়া হয় তাহলে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জাতীয় পার্টির হাতকে শক্তিশালী করবেন। তিনি আরও বলেন আমি কারও কাছ থেকে একটি টাকাও নেইনি। বর্তমান সরকারের দেয়া ও আমার নিজস্ব অর্থায়নে কম্বল আপনাদের মাঝে বিতরণ করছি। উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক সাঈদার রহমান বুলু তিনি মেজর রানা এমপি এবং তার পরিবারবর্গের জন্য দোয়া চেয়ে জাতীয় পার্টি দলকে সুসংগঠিত করার আহ্বান জানান।


Post a Comment

0 Comments