বিজ্ঞাপন দিন

জলঢাকায় সামাজিক সম্প্রীতি সুরক্ষায় সংলাপ অনু্ষ্ঠিত



আবেদ আলী স্টাফ রিপোর্টারঃনীলফামারীর জলঢাকায় সামাজিক সম্প্রীতি সুরক্ষায় সংলাপ অনু্ষ্ঠিত হয়েছে।শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে ইয়ুথ এন্ডিং হাঙ্গার, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজন ও ফ্রিডম অফ রিলিজিওন অর বিলিফ লিডারশীপ নেটওয়ার্কের সহযোগীতায় অনু্ষ্ঠিত সংলাপে প্রধান অতিথির বক্তব্যে নীলফামারী- ৩ আসনের এমপি মেজর (অবঃ) রানা মোহাম্মদ সোহেল বলেন, সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় সচেতনতা সৃষ্টির মাধ্যমে সামাজিক ঐক্য এবং সম্প্রীতি প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের মাধ্যমে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার কাজকে এগিয়ে নিতে হবে। সংলাপ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল গফ্ফার  সভাপতিত্ব করেন।এসময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মেজবাহুর রহমান, দি হাঙ্গার প্রজেক্টের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শশাঙ্ক বরণ রায়, উপজেলা পুজা পরিষদের আহবায়ক জ্যোতিশ সরকার, আওয়ামীলীগ নেত্রী আফরোজা রোজী প্রমুখ। বিতর্ক প্রতিযোগীতায় স্পিকারের দায়ীত্ব পালন করেন বেগম রোকেয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আজহারুল ইসলাম দুলাল এবং বিচারক ছিলেন বেগম রোকেয়ার সহকারী অধ্যাপক সুজিৎ কুমার মোহন্ত ও প্রভাষক অবিনাশ রায়। পরে প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Post a Comment

0 Comments