বিজ্ঞাপন দিন

জলঢাকায় প্রধান শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত



মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির হলরুমে উপজেলা শিক্ষা অফিসার শরিফা আখতারের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মেজর (অব) রানা মোহাম্মদ সোহেল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর, জেলা সহকারী শিক্ষা অফিসার জহুরুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার শেখ মুশফিকুর রহমান, আব্দুল মান্নান, নিলুফ ইয়াসমিন, হারুন অর রশীদ, হাবিবুর রহমান, আনোয়ারুল কবীর রতন, প্রধান শিক্ষক সমিতির সভাপতি রেহেনা পারভিন ও সাধারণ সম্পাদক হোসেন সহীদ সোহরাওয়ার্দী টিটু প্রমুখ। এসময় এমপি বলেন, বর্তমান সরকার বিনামূল্যে বই ও উন্নত অবকাঠামো নির্মান করে শিক্ষার্থীদের জন্য আধুনিক শিক্ষার ব্যবস্থা করছে। এজন্য তিনি শিক্ষক গনকে শিক্ষার্থীদের প্রতি মনোযোগী হওয়ার আহবান জানান। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে সভায় সকল প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।###


Post a Comment

0 Comments