বিজ্ঞাপন দিন

জলঢাকায় স্বাস্থ্যখাতে বঙ্গবন্ধুর অবদান বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

জলঢাকা প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম-বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সারাদেশের ন্যায় নীলফামারীর জলঢাকা উপজেলায় শুরু হয়েছে স্বাস্থ্য সেবা প্রচারণা সপ্তাহ। এ উপলক্ষে আজ রবিবার সকালে উপজেলার খুটামারা ইউনিয়ন পরিষদ হলরুমে স্বাস্থ্যখাত নিয়ে বঙ্গবন্ধুর ভাবনা এবং স্বাস্থ্যখাতে বঙ্গবন্ধুর অবদান বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বঙ্গবন্ধুর অবদান নিয়ে আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা এ এইচ এম রেজোয়ানুল কবির। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান রকিবুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ মামুন মিয়া, এএইচআই নুরুল ইসলাম বাদল, এমটিইপিআই রাশেদুল ইসলাম ও ইউপি সচিব গোলজার রহমান সুজন প্রমুখ। এসময় ডাঃ রেজওয়ানুল কবীর জানান, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাবনা ছিল - একটি সমৃদ্ধ দেশ গড়তে হলে চাই স্বাস্থ্যবান জাতি। এ লক্ষ্যে স্বাস্থ্য খাতকে শুধু গুরুত্ব দিয়েই ক্ষান্ত হননি তিনি, ব্যাপক সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। বঙ্গবন্ধু তৃনমুল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌছে দেওয়ার পরিকল্পনা করেছিলেন। সেই লক্ষ্যে গৃহীত থানা পর্যায়ে ১০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্যকেন্দ্র বিশ্বে আজও সমাদৃত মডেল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সভায় জনপ্রতিনিধি, স্বাস্থ্য কর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments