বিজ্ঞাপন দিন

জলঢাকায় আশ্রয়ণ- ২ প্রকল্পের ৪র্থ পর্যায়ে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমি ও গৃহ হস্তান্তরের উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং

আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর জলঢাকায় বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আশ্রয়ণ- ২ প্রকল্পের ৪র্থ পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারেরকে জমি এবং গৃহ হস্তান্তর কার্যক্রমের উপলক্ষে প্রেস ব্রিফিং করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম। মঙ্গলবার (২১মার্চ-২৩) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে অনু্ষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জিন্নাতুল ইসলাম, প্রকল্প বাস্তবয়ন কর্মকর্তা ময়নুল হক, উপজেলা প্রকৌশলী শিশির চন্দ্র রায়, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম মুকুল, আহম্মেদ হোসেন ভেন্ডার ও সাদেকুল সিদ্দিক সাদেক প্রমুখ। আজ বৃহস্পতিবার উপজেলার বালাগ্রাম, গোলনা, কৈমারী, শৌলমারী, ডাউয়াবাড়ি ও খুটামারা এ ৬টি ইউনিয়নে ১০৩ টা ঘরের উদ্বোধন করা হবে। সবমিলিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১১০৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পূর্নবাসন করা হয়েছে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান ইউএনও।

Post a Comment

0 Comments