বিজ্ঞাপন দিন

জলঢাকায় পাট চাষিদের মাঝে কৃষি উপকরণ বিতরণ



মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ "পাট শিল্পের অবদান - স্মার্ট বাংলাদেশ বিনির্মান" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় উন্নত প্রযুক্তি নির্ভর পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের অধীনে পাট অধিদপ্তরের নির্বাচিত পাটবীজ চাষিদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে শতাধিক কৃষকের হাতে ১ কেজি করে পাট বীজ তুলে দেন  উপজেলা নির্বাহী অফিসার ময়নুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু। উপজেলাউপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা প্রীতম সরকার জানান, উপজেলায় আঁশ পাট উৎপাদনের জন্য বিনামূল্যে কৃষকদের মাঝে এই বীজ বিতরণ করা হচ্ছে। পাট অধিদপ্তর ও উপজেলা প্রশাসন এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

Post a Comment

0 Comments