বিজ্ঞাপন দিন

জেলার শ্রেষ্ঠ শিক্ষা অফিসার ও প্রধান শিক্ষককে জলঢাকার শিক্ষক সমাজের অভিনন্দন

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে নীলফামারী জেলায় শ্রেষ্ঠ শিক্ষা অফিসার হিসেবে চঞ্চল কুমার ভৌমিক ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী রোকনকে অভিনন্দন জানিয়েছে উপজেলা শিক্ষক সমিতি ও শিক্ষক সমাজ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক আশেকুর রহমান, প্রধান শিক্ষক জ্যোতিষ চন্দ্র রায়, প্রধান শিক্ষক আলী হোসেন, প্রধান শিক্ষক হামিদুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমান সহ উপজেলার সকল প্রধান শিক্ষক ও শিক্ষক সমাজ প্রমুখ। এছাড়াও অভিনন্দন জানিয়েছে উপজেলা স্কাউটস এর সম্পাদক মর্তুজা ইসলাম, রিপোর্টাস ইউনিটির সভাপতি মৃত্যুঞ্জয় রায়, সম্পাদক রাশেদুজ্জামান সুমন এবং রিপোর্টাস ক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ও সম্পাদক খাদেমুল ইসলাম। গত শনিবারন(২০মে) নীলফামারী রাবেয়া চৌধুরী বিদ্যা নিকেতনে জেলার ৬ উপজেলার শিক্ষা বিভাগের উপজেলা পর্যায়ে বিজয়ীদের মধ্যে থেকে জেলা পর্যায়ের শ্রেষ্ঠ নির্বাচন করা হয়। এতে জলঢাকা উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক ও প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী রোকনকে শ্রেষ্ঠ নির্বাচিত হয়। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক ও প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী রোকন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান।

Post a Comment

0 Comments