বিজ্ঞাপন দিন

টেংগনমারীতে তুরিন আফরোজ ফাউন্ডেশনের সৌজন্যে বিনামুল্যে ১২তম চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত

আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর জলঢাকা উপজেলার টেংগনমারীতে ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের সৌজন্যে বিনামুল্যে ১২তম চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জুন ২৩) সকাল থেকে দিনব্যাপী উপজেলার খুটামারা ইউনিয়নের টেংগনমারী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে রংপুর দর্শনা দীপ আই কেয়ার ফাউন্ডেশন হাসপাতালের পরিচালনায় ১২তম এই চক্ষু শিবির ক্যাম্প অনু্ষ্ঠিত হয়। চক্ষু শিবির অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্যারিস্টার ড. তুরিন আফরোজ। এসময় কিশোরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সাইয়েদ হোসেন সাবুল, খুটামারা ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুল মজিদ, তুরিন আফরোজ ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক এনামুল হক ও দীপ আই কেয়ার ফাউন্ডেশনের ফিল্ড কো-অরডিনেট সদরুল হাসান রাজু সহ ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের কর্মীরা উপস্থিত ছিলেন। বিনামূল্যে অনু্ষ্ঠিত এ চক্ষু শিবির ক্যাম্পে পল্লীর নারী ও পুরুষদের ছিল ব্যাপক উপস্থিতি। এদের মধ্যে অর্ধশত রোগীকে চোখের ছানি অপারেশনের জন্য রংপুর দীপ আই কেয়ার ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হয়েছে।

Post a Comment

0 Comments