বিজ্ঞাপন দিন

জলঢাকায় মেয়েশিশু ও যুব নারী অধিকার পরিস্থিতি বিষয়ক তথ্যানুসন্ধান ও করণীয় শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর জলঢাকায় 'মেয়েশিশু ও যুব নারী অধিকার পরিস্থিতি বিষয়ক তথ্যানুসন্ধান এবং করণীয় শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জুন) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উদয়াঙ্কুর সেবা সংস্থা ইউএসএস এর আয়োজন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এই সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম। উদয়াঙ্কুর সেবা সংস্থা ইউএসএস এর নির্বাহী পরিচালক আলা উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন বাবলু, থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) বিশ্বদেব নাথ রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মহিলা ভাইস চেয়ারম্যান মানোয়ার বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পূরবী রানী রায়, জলঢাকা সরকারি মডেল পাইলট স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফর রহমান ও শিক্ষক আমিনুর রহমান প্রমুখ। সংলাপ অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংস্থাটির বিভিন্ন পর্যায়ের শিশু এবং যুব নারীরা উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments