বিজ্ঞাপন দিন

জলঢাকায় আ'লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারী সমাজের বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথসভা

আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ অঞ্চলের জনকল্যাণমুলক প্রতিষ্ঠান ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের সৌজন্যে নারী সমাজের বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জুন) সকালে ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্যারিস্টার ড. তুরিন আফরোজ নেতৃত্বে জলঢাকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় হতে প্রায় চার হাজার নারীর এই বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে পথসভায় মিলিত হয়। সভায় শেখ হাসিনার সরকারের নানা উন্নয়ন চিত্র তুলে ধরে ব্যারিস্টার তুরিন আফরোজ বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে শহর থেকে গ্রামগঞ্জ সবখানে উন্নয়নের ছোঁয়া লেগেছে। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অথর্নীতি আজ চাঙ্গা হয়েছে। বতর্মান সরকারের সময়ে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, যোগাযোগ, তথ্যপ্রযুক্তি, ক্রীড়া, পরিবেশ, কৃষি, খাদ্য, টেলিযোগাযোগ, সংস্কৃতি, সামাজিক নিরাপত্তা, মানবসম্পদ উন্নয়ন এমন কোনো খাত নেই যে খাতে অগ্রগতি সাধিত হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে গত কয়েক বছরে দেশে অবকাঠামো উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, পুষ্টি, মাতৃত্ব এবং শিশু স্বাস্থ্য, প্রাথমিক শিক্ষা, নারীর ক্ষমতায়ন ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। তিনি আরো বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ শুধু এ দেশের প্রাচীন ও সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠনই নয়, বাংলাদেশের রাজনীতির মূলধারাও। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ও আওয়ামীলীগের ইতিহাস একসূত্রে গাঁথা। শত সংগ্রামে অজস্র গৌরবে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ৭৪ বছরে আওয়ামীলীগ। আজকে পুরুষের পাশাপাশি হাজার হাজার নারী বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে প্রমাণ করে দিয়েছে তাড়াও কোনভাবে পিছিয়ে নেই। শোভাযাত্রায় অংশগ্রহণকারী নারীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে জলঢাকার মাটি নৌকার ঘাটি আর এ আসনটিতে নৌকার মাঝি তুরিন আফরোজকেই দেখতে চান।

Post a Comment

0 Comments