বিজ্ঞাপন দিন

জলঢাকার রাতে আকাশে দেখা গেছে স্টারলিংক (Starlink) স্যাটেলাইট 'ট্রেন'



জল ডেস্ক : জলঢাকা রাতের আকাশে গতকাল দেখা গেছে স্টারলিংক (Starlink) স্যাটেলাইট 'ট্রেন' ।রাতের আকাশের বিন্দু বিন্দু আলোর লম্বা একটি সারি আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যেতে আমরা অনেকেই হয়তো দেখে থাকব। আবার সরাসরি না দেখলেও সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যানে এমন ছবি (উপরের) হয়তো আমরা অনেকেই দেখেছি। প্রথম দেখায় যে কোন মানুষের বিশাল ধাক্কা লাগতে বাধ্য, মনে হতে পারে নিশ্চয়ই কোন অতি প্রাকৃতিক ঘটনার সাক্ষী হলেন আপনি, কিংবা নিশ্চয়ই কোন এলিয়েন UFO। কিন্তু আসলে তা নয়, আপনি যা দেখেছেন তা হল স্টারলিংক স্যাটেলাইট এর লম্বা বহর যাকে বলা হয় 'স্টারলিংক স্যাটেলাইট ট্রেন'।


তাহলে চলুন দেখে আসা যাক কি এই স্টারলিংক স্যাটেলাইট।


স্টারলিঙ্ক স্যাটেলাইট হল স্পেসএক্সের মালিকানাধীন অনেকগুলো স্যাটেলাইটের একটি সিরিজ যা বিশ্বের যে কোনও জায়গায় কম খরচে, উচ্চ-গতির ইন্টারনেট অ্যাক্সেস দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। স্যাটেলাইটগুলো পৃথিবীর একটি নিম্ন কক্ষপথে ঘূর্ণায়মান রয়েছে, যার অর্থ স্যাটেলাইটগুলো ভূমি থেকে দৃশ্যমান এবং মাথার উপর দিয়ে যেতে দেখা যায়।


স্টারলিঙ্ক স্যাটেলাইট হল একটি নতুন প্রযুক্তি যা এলন মাস্কের স্পেসএক্স কোম্পানী কর্তৃক শুরু হয়েছে। এই স্যাটেলাইটগুলোর লক্ষ্য বিশ্বব্যাপী উচ্চ-গতির ইন্টারনেট কভারেজ প্রদান করা। স্টারলিংককে অন্যান্য ইন্টারনেট প্রদানকারীদের থেকে আলাদা করে যা তা হল যে এটি ফাইবার অপটিক্সের মতো স্থল-ভিত্তিক অবকাঠামোর উপর নির্ভর না করে ইন্টারনেট কভারেজ প্রদানের জন্য লোয়ার-আর্থ অর্বিটের স্যাটেলাইট ব্যবহার করে। স্যাটেলাইটগুলো একটি ক্লাস্টারে কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে, প্রতিটি ক্লাস্টারে প্রায় 60টি স্যাটেলাইট রয়েছে। 2021 সাল পর্যন্ত কক্ষপথে 1,500 টিরও বেশি Starlink স্যাটেলাইট যুক্ত করা হয়েছে, আগামী বছরগুলোতে 12,000 টিরও বেশি উপগ্রহে পৌঁছানোর লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে এই টেক জায়ান্ট কোম্পানিটি।

Post a Comment

0 Comments