বিজ্ঞাপন দিন

তিস্তার পানি কমলেও, বাড়ছে ভাঙ্গন

শাহজাহান কবির লেলিন, জলঢাকা,নিলফামারী(প্রতিনিধি)। নিলফামারী জলঢাকায় তিস্তা নদীতে পানি কমতে শুরু করেছে।পানি কমার সাথে-সাথে বাড়ছে নদীর ভাঙ্গন। কয়েকদিন ধরে উপজেলার ডাউয়াবাড়ী সোহাগের বাজারের আতে, ‘ডান তীরে’ তিনশো ফিট্ এলাকাজুড়ে ভাঙ্গনের আতঙ্ক। এখন ২৬নং স্পারে আগ্রাসী তিস্তা আঘাত হানতে শুরু করেছে।অনেকেই বলছেন, ডান তীরের বাঁধ সহ স্পারটি যেকোন সময় নদীগর্ভে বিলীন হ'য়ে যেতে পারে। এতে করে ডাউয়াবাড়ী,শৈলমারী,গোলমুন্ডা, কৈমারী সহ তিস্তার তীরবর্তী চারটি ইউনিয়নের মানুষ, ঘর-বাড়ী, জমিজমা এবং জীববৈচিত্র্যের অপূরনীয় ক্ষতি সাধন হতে পারে।তা-ই _এ ভাঙ্গন ঠেকাতে সরকার ও সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ডের (পাউবোর) সুদৃষ্টি কামনা করছেন, ওই এলাকার মানুষজন। (২৫/জুলাই)মঙ্গলবার সরেজমিনে গেলে,ডাউয়াবাড়ী এলাকার ষাটোর্ধ আতিয়ার রহমান এ প্রতিবেদককে জানায়, ‘ এলাকার ভাঙ্গন ঠেকাতে (পওর)২০১২ সালে একটি স্পার তৈরী করে, বাঁধের ভাঙ্গন এলাকাগুলো চিহ্নিত করে সেখানে জিও টেক্সের সাথে ব্লক পিসিং করে পানির গতিবেগ পরিবর্তন করার চেষ্টা করেছে ( পাউবো) । কাজের মান খারাপ হওয়ায় অল্প সময়ে ব্লকগুলো পানিতে ভেসে যায়। তীরবর্তী এলাকার আমিনুর রহমান,নজরুল ইসলাম, নুরজা বেওয়া, আনোয়ারা বেগম সহ অনেকে অভিযোগ করে এ গণমাধ্যম কর্মীকে বলেন, স্পারটি হওয়ার পর কয়ে ক'বছর নদী শাসন ব্যবস্হা ভালো ছিল। প্রতিবছর বর্ষায় ভারতের উজানে পানি ছেড়ে দেয়, এসময় নদীর পানির প্রবাহ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় । এ এলাকার বাঁধ এতই নিচু যে, টানা বৃষ্টি হলে বাঁধ উপচে পানি বসতিতে ঢুকে পরে ফলে আমরা পানি বন্দী হয়ে পড়ি। আবার পানি কমতে শুরু করলে তীব্র স্রোতের কারনে নদী ভাঙ্গনের শিকার হই। ৪/৫ বছর ধরে আগের মতো একই ঘটনার পনরাবৃত্তি চলছে। চার-পাঁচদিন ধরে আনুমানিক ৩শত ফিট বাঁধ সহ গুরুত্বপূর্ণ স্হাপনা ভেঙ্গে যাচ্ছে এ খবর ডালিয়া (পাউবো)কে বারবার জানানোর পরেও এপর্যন্ত কোন ব্যবস্হা গ্রহণ করেনি। ঠিকাদারি কাজে সংশ্লিষ্ট এক ব্যাক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, এ-ই এলাকাটিতে পানি উন্নয়ন বোর্ডের অবহেলা এবং তাদের মনোনীত ঠিকাদার দিয়ে কাজ করায় সরকারের শুধু অর্থই ব্যয় হয়েছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। ডালিয়া পাউবো নির্বাহী প্রকৌশলী কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘ আমি খুব ব্যস্থ আছি, তারাতাড়ি বলেন, খবর পেয়েছি, আপনারা এখন গিয়ে দেখেন কাজ শুরু হ'য়ে গেছে।’ সম্প্রতি টানাবৃষ্টিতে হারাগাছ বানপাড়া পূর্বচরে বাঁধ ভেঙ্গে যায়।এটা বুড়ি তিস্তার অংশে আর এ কাজের দেখভাল করেন, নিলফামারী পাউবো বিভাগ

Post a Comment

0 Comments