বিজ্ঞাপন দিন

জলঢাকা পৌরসভায় পনে ২কোটি টাকার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন



আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর জলঢাকা পৌরসভার 
২০২২-২৩ অর্থবছরের বিভিন্ন গুরুত্বপূর্ণ  এলাকায় এলজিসিআরআরপি প্রকল্পের  ৩টি প্যাকেজে ৭টি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন বাবলু। এতে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬৪ লক্ষ ৮৩ হাজার ৩ শত ৭০ টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম মেসার্স স্বচ্ছ এন্টারপ্রাইজ যার প্রোঃ রফিকুল ইসলাম বাবু  এবং অন্যটি এনামুল হক লেবু। সড়ক উন্নয়ন কাজের উদ্বোধনকালে মেয়র বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। এ সরকার আমলে যতো উন্নয়ন হয়েছে তা দৃশ্যমান। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকার বিকল্প নেই। তিনি জলঢাকা পৌরসভার উন্নয়নে সকলের সহযোগীতা চেয়েছেন। 

শনিবার (১৯ আগস্ট) দুপুরে পৌরশহরের এ্যাসিল্যান্ড মসজিদ মোড় হতে চাউল বাজার মেইন সড়ক পর্যন্ত, সোনালী ব্যাংক হতে বাসষ্ট্যান্ড পর্যন্ত, ডিমলা সড়ক হতে বিএমআই কলেজ পর্যন্ত, ডিমলা সড়ক থেকে মসল্যা পট্রি হয় ডালিয়া সড়ক পর্যন্ত, ডোমার -ডিমলা সড়ক হতে বিএমআই হয়ে কেন্দ্রীয় কবরস্থান পর্যন্ত, সাব রেজিস্টার অফিস সংলগ্ন সালাম কাস্টমস এর বাড়ি হতে জলঢাকা সরকারী ডিগ্রী কলেজ হয়ে ডিমলা সড়ক পর্যন্ত ও ৭নং ওয়ার্ড শাহাবুদ্দিনের বাড়ি হতে মঙ্গলু মাস্টারের বাড়ি পর্যন্ত এসব সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। এসময় পৌরসভার সহকারী প্রকৌশলী এস এম আলেকজান্ডার, পৌরসভার প্যানেল মেয়র রঞ্জিত কুমার রায়, ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর রবিউল ইসলাম, আজিজার রহমান, রফিকুল ইসলাম বাবু, গোলাম মোস্তফা সোহাগ, এনামুল হক ও মিজানুর রহমান মিজান সহ সকল কাউন্সিলররা উপস্থিত ছিলেন। 

Post a Comment

0 Comments