বিজ্ঞাপন দিন

জলঢাকায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত



মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ এএইচএম রেজওয়ানুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আনোয়ারুল কবীর রতন ও চিকিৎসা প্রযুক্তিবিদ (ইপিআই) রাশেদুল ইসলাম প্রমুখ। স্বাস্থ্য কর্মকর্তা জানান, এ বছর জলঢাকা উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৫ হাজার ৭ শত ৪৫ জন শিশুকে ১টি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫০ হাজার ৬ শত ৫৫ জন শিশুকে ১ টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ১২ ডিসেম্বর উপজেলার ১ টি পৌরসভা ও ১১ টি ইউনিয়নে ২ শত ৮৯ টি কেন্দ্রে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ক্যাম্পেইনে ৫ শত ৭৮ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবে। নির্ধারিত দিনে নিকটস্থ কেন্দ্রে শিশুদের টিকা খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহবান জানান স্বাস্থ্য কর্মকর্তা। উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে অবহিতকরণ সভায় সরকারি কর্মকর্তা, শিক্ষক, স্বাস্থ্যকর্মী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments