বিজ্ঞাপন দিন

জলঢাকায় ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত



মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষে নীলফামারীর জলঢাকা উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৭ ডিসেম্বর) সকালে জলঢাকা সরকারি ডিগ্রী কলেজে হলরুমে এই প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর পিপিএম, সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জি আর সারোয়ার, সহকারী কমিশনার ভূমি এ, বি এম সারোয়ার রাব্বী ও অফিসার ইনচার্জ মুক্তারুল আলম প্রমুখ। এসময় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার পঙ্কজ ঘোষ বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। এই নির্বাচনে কোনদলের হয়ে ভোটগ্রহণের সুযোগ নেই। ভোটারদের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করে দেওয়া এবং আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য প্রশাসন সর্বদা কাজ করবে।কোন কেন্দ্রে বিশৃঙ্খলা দেখা দিলে আইনশৃঙ্খলা বাহিনী তা কঠোর হস্তে দমন করবে। এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা আলী হোসেন জানান, নীলফামারী ৩ জলঢাকা আসনে ১০৫ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে ১০৫ জন প্রিজাইডিং, ৬ শত ২০ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১২ শত ৪০ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবে। এবারের নির্বাচনে ২ লাখ ৭৫ হাজার ৩ শত ৪১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। জেলা নির্বাচন অফিসের সহযোগিতায় উপজেলা নির্বাচন অফিস এই প্রশিক্ষণের আয়োজন করছে।

Post a Comment

0 Comments