বিজ্ঞাপন দিন

জলঢাকায় আন্তজাতিক নারী দিবস উপলক্ষে গার্লস ফুটবল টুর্নামেন্ট



আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ বিশ্বে যা-কিছু মহান সৃষ্টি, চির-কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। সুস্থ-নিরপেক্ষ সমাজ বিনির্মাণে পুরুষের পাশাপাশি নারীরাও এখন আর পিছিয়ে নেই। নারীশক্তির বিকাশ ও সমাজে নারীদের সুস্পষ্ট অবস্থান তৈরির লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবারো নীলফামারীর জলঢাকায় "নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ" শ্লোগানকে সামনে আন্তজাতিক নারী দিবস ২০২৪ উপলক্ষে গার্লস ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের পাঠান পাড়া হাই স্কুল মাঠে উদয়াস্কুর সেবা সংস্থা ( ইউএসএস) ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগীতায় জমকালো আয়োজনে এই গার্লস ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এর আগে ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা মানিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আশিক বিল্লাহ, উদয়াস্কুর সেবা সংস্থা (ইউএসএস) এর নির্বাহী পরিচালক ভূবন চন্দ্র রায়, পাঠানপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাগীর আলম চৌধরী, শিমলবাড়ী স্কুলের প্রধান শিক্ষক, জ্যোতি চন্দ্র রায়, বালাপাড়া গোবরোল কাছারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্কাস আলী, ইউএসএস এর প্রজেক্ট কো-অর্ডিনেটর জামিল, এমএন্ডই কো অর্ডিনেটর জিয়াউর রহমান, ফিল্ড কো-অর্ডিনেটর আব্দুর রহিম, টেকনিক্যাল অফিসার বকুল চন্দ্র বর্মণ ও ইউপি সদস্য মিজানুর রহমান প্রমুখ। খেলায় কৈমারী বালাপাড়া গাবরোল কাছারী বালিকা দলকে ১ গোলে হারিয়ে চাম্পিয়ান হয় শিমুলবাড়ী শিডিউল কাস্ট বালিকা দল। পরে তাদের হাতে বিজয়ের ট্রফি তুলে দেন অতিথিরা।

Post a Comment

0 Comments