বিজ্ঞাপন দিন

কৈমারীতে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ



আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসাবে নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নে ৫ হাজার ৬'শ ৮৮ জন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ১০ কেজি হরে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। ঈদের আগে প্রধানমন্ত্রীর এ উপহারের চাল পেয়ে খুশি পল্লীর এসব অসহায় পরিবার। মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ৯ টায় দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ভিজিএফ কর্মসূচীর আওতায় ইউনিয়নটির প্রতিটি ওয়ার্ড থেকে মোট ৫,৬৮৮ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জি.আর সারোয়ার ও কৈমারী ইউপি চেয়ারম্যান সাদেকুল সিদ্দিক সাদেক। এসময় ট্যাগ উপজেলা সহকারী শিক্ষা অফিসার হারুণ অর রশিদ সহ ইউপি সদস্যগন উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর এ উপহারের চাল পেয়ে সুবিধাভোগীরা জানায়, আর কয়দিন পরে ঈদ। হামা দিন আনা দিন খাওয়া মানুষ, ঈদের আগে চাল পেয়া খুব ভালই হইলো বাবা। কৈমারী ইউপি চেয়ারম্যান সাদেকুল সিদ্দিক সাদেক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে যতো দিন থাকবে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। আমার ইউনিয়নের অসহায় দুস্থ মানুষদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের চাল সুষ্ঠভাবে বিতরণ করা হচ্ছে। এবার আমার পরিষদের ৩ হাজার ৫'শ এবং অন্যান্য ভাগের ২,১৮৮ জন পাচ্ছেন এই সুবিধা। উপজেলা নির্বাহী কর্মকর্তা জি.আর সারোয়ার বলেন, ঈদুল ফিতর উপলক্ষে সবাই যেনো এক সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারে সে কারণে ঈদের আগেই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ের মাধ্যমে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় ঈদ উপহার হিসেবে বিনামূল্যে ভিজিএফ এর চাল বিতরণ করা হচ্ছে।

Post a Comment

0 Comments