বিজ্ঞাপন দিন

জলঢাকায় পাট চাষে কৃষকদের প্রশিক্ষণ



আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ “বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ, বাংলার পাট বিশ্বমাত” প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতাধীন উপজেলার পাট চাষিদের প্রশিক্ষন কর্মসূচি ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ জুন) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের সহযোগীতা এবং উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ৭৫ জন পাট চাষীকে নিয়ে দিনব্যাপি এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জি.আর সরোয়ার, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা এটিএম তৈবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহমেদ সহকারী কৃষি অফিসার আহসান হাবীব, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা প্রীতম কুমার সরকার ও অতিরিক্ত উপ পরিচালক (উদ্যান) আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন। প্রশিক্ষকগণ আধুনিক পদ্ধতিতে পাট চাষ, পাটবীজ উৎপাদন ও পাট পচন সহ পাটচাষে কৃষকদের আগ্রহ বাড়ানোর বিষয়ে আলোচনা করেন।

Post a Comment

0 Comments