বিজ্ঞাপন দিন

নীলফামারী জেলার শ্রেষ্ঠ থানা অফিসার ইনচার্জের পুরস্কার পেলেন জলঢাকার ওসি নজরুল ইসলাম



আবেদ আলী স্টাফ রিপোর্টারঃ নীলফামারী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলার মধ্যে জলঢাকাকে শ্রেষ্ঠ থানা ও অফিসার ইনচার্জ হিসেবে নজরুল ইসলাম মজুমদারকে নির্বাচিত করা হয়। রোববার জেলা পুলিশ কর্তৃক আয়োজিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম এর নিকট হতে জেলার শ্রেষ্ঠ থানা অফিসার ইনচার্জ এর সম্মাননা স্মারক গ্রহণ করেন জলঢাকা থানার ওসি নজরুল ইসলাম। তিনি চলতি বছরের ১২ মে জলঢাকা থানায় যোগদানের পর থেকে মাদক, জুয়া, চুরির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় এবং বিভিন্ন মামলায় ওয়ারেন্ট তামিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তিনি এই সম্মাননা পুরস্কার পেয়েছেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেল সহ প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সম্মাননা অর্জনে জলঢাকা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মজুমদার বুধবার (২৬ জুন) বিকেল সাংবাদিকদের সামনে প্রথমেই সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করে বলেন, জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার মহাদয় সহ সকল সিনিয়র স্যারদের দিক নির্দেশনা ও আন্তরিক সহযোগিতায় থানার সকল অফিসারদের নিয়েই এ সফলতা অর্জন করতে পেরেছি। তিনি আরও বলেন, সর্বস্তরের মানুষের জন্য আমার থানা সব সময় উন্মুক্ত। আমার কথা বলতে কোনো দালালের প্রয়োজন হবেনা। আমি চেষ্টা করে যাচ্ছি সবসময় মানুষকে সঠিক সেবা দিয়ে যেতে। এসময় থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অপরাধ নির্মূলে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

Post a Comment

0 Comments