বিজ্ঞাপন দিন

কাজাখস্তানে সরকারি অফিসে স্মার্টফোনে নিষেধাজ্ঞা

জল ডেস্ক :কাজাখস্তানে সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং দর্শনার্থীদের সরকারি ভবনে ঢোকার সময় তাদের স্মার্টফোন দরজার বাইরে নির্দিষ্টস্থানে রেখে প্রবেশ করতে হবে।২৪ মার্চ থেকে দেশটিতে এই নতুন নিয়ম জারি হওয়ার কথা রয়েছে বলে ফাঁস হয়ে যাওয়া লিখিত একটি নির্দেশনা থেকে জানা গেছে।সরকারের স্পর্শকাতর গুরুত্বপূর্ণ নথি ফাঁস হয়ে যাওয়া ঠেকাতেই এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে।দুটি সরকারি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ফাঁস হয়ে যাওয়া লিখিত নির্দেশনায় বলা হয়েছে, ‘হোয়াটসঅ্যাপ মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে সরকারের গোপন তথ্যাদি উদ্বেগজনকভাবে নিয়মিত ফাঁস হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে সরকারি চাকুরিজীবীদের ক্যামেরাবিহীন ও ইন্টারনেট সংযোগ ছাড়া সাধারণ মোবাইল ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।এ বিষয়ে ফাঁস হয়ে যাওয়া সম্পূর্ণ নির্দেশনা স্থানীয় সংবাদ ওয়েবসাইট টেনগ্রিননিউজ ডট কেজেড-এ প্রকাশিত হয়েছে।