বিজ্ঞাপন দিন

আঙুলের ছাপ সংরক্ষণ করা হচ্ছে না : তারানা হালিম

জল ডেস্ক :আজ বুধবার সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোবাইল ফোন সিম নিবন্ধনে আঙুলের ছাপ সংরক্ষণ করা হচ্ছে না বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি জানান, আঙুলের ছাপ শুধু জাতীয় পরিচয়পত্রের সঙ্গে ভেরিফাই করা হচ্ছে। 
প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ‘বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনে আঙুলের যে ছাপটি নেয়া হয় সেটা একটি বাইনারি ডিজিটাল কোড। এটা কোনোভাবে অন্য কোথাও ব্যবহার করা যায় না। মোবাইল অপারেটরদের বায়োমেট্রিক সিম নিবন্ধন যন্ত্রে আঙুলের ছাপ সংরক্ষণেরও কোনো ব্যবস্থা নেই।’
 প্রসঙ্গত, গত বছরের ১৬ ডিসেম্বর থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে আঙুলের ছাপ নিয়ে সিম নিবন্ধন শুরু হয়েছে। তবে এখানে নেয়া আঙুলের ছাপ সংরক্ষণ করে এর অপব্যবহার হতে পারে বলে বিভিন্ন মহল থেকে শঙ্কা প্রকাশ করা হয়। এ ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক প্রচারণা ও গুজব ছড়ানো হয়। এক আইনজীবী উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছে। হাইকোর্টের একটি বেঞ্চ এ ব্যাপারে রুলও জারি করেছে।