বিজ্ঞাপন দিন

জলঢাকায় দলীয় মনোনয়নই প্রার্থীদের কাছে সৌভাগ্য

মর্তুজা ইসলাম, জলঢাকা ( নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থীদের দৌড়ঝাপ শুরু হয়েছে। এবার স্হানীয় সরকার নির্বাচন দলীয় মনোনয়ন ও দলীয় প্রতিকে হওয়ায় দলের মনোনয়ন পাওয়াকে সৌভাগ্যের মনে করছে প্রার্থীরা। এজন্যে জেলা ও উপজেলা নেতাদের কাছে ধর্না দিচ্ছে সম্ভাব্য প্রার্থীরা। ইতিমধ্যে ১১টি ইউনিয়নে প্রার্থী ঠিক করতে বর্ধিত সভা করেছে উপজেলা আওয়ামীলীগ। প্রতিটি ইউনিয়নে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকায় একক প্রার্থী ঠিক করতে পারেনি আওয়ামীলীগ নেতৃবৃন্দ। লবিং গ্রুপিংয়ে জমে উঠেছে দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের নির্বাচনী কর্মকান্ড। নৌকা প্রতিকের জন্যে যারা জোর লবিং করছে তারা হলেন ধর্মপাল ইউনিয়নে মনোয়ার হোসেন চৌধুরি, শাহাজাহান রানু, গোলনা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মশিয়ার রহমান, বর্তমান চেয়ারম্যান কামরুল আলম কবির, শিমুলবাড়ী ইউনিয়নে হামিদুল হক, বীর মুক্তিযোদ্ধা আনছারুল আলম ছানু, যুবলীগ নেতা লাজু ইসলাম,মিরগন্জ ইউনিয়নে সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর হামিদুল এহসান চানু, হুকুম আলী মাস্টার, কাঠালী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সোহরাব হোসেন তুহিন, সাবেক ব্যাংক কর্মকর্তা জয়নাল আবেদিন, আলহাজ্ব হাবিবুর রহমান, খুটামারা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আবু সাঈদ শামীম, মাহফুজার রহমান মাস্টার, বালাগ্রামে ইউনিয়ন আঃলীগের সভাপতি আহমেদ হোসেন ভেন্ডার, সৈনিকলীগ সভাপতি রবিউল ইসলাম লিপন, গুলমুন্ডা ইউনিয়নে এবিএম নুরুজ্জামান আবু, ডাউয়াবাড়ী ইউনিয়নে প্রতিষ্ঠাকালীন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও রিলিফ কমিটির চেয়ারম্যান সহর উল্লা মিয়ার সন্তান সাবেক চেয়ারম্যান রোকনুজ্জামান খোকন, বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলাম মুকুল, শৌলমারি ইউনিয়নে কাজি রুহুল আমিন, কামরুজ্জামান কামু, প্রশোনজিৎ রায় পলাশ ও কৈমারী ইউনিয়নে ছাইদার রহমান মাস্টার, যুবলীগ নেতা সাদেকুল সিদ্দিক সাদেক ও রেজাউল হক বাবু। দলীয় মনোনয়নের ব্যাপারে যুবলীগ নেতা সাদেকুল সিদ্দিক সাদেক বলেন নৌকা প্রতিক পাওয়াই সৌভাগ্যর বিষয়। আশাকরি কৈমারী ইউনিয়নে আমাদের পরিবার থেকে দীর্ঘদিন থেকে চেয়ারম্যান থাকায় দল আমাকে মুল্যায়ন করবে। একক প্রার্থী চুড়ান্ত করার বিষয়ে উপজেলা আওয়ামীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেলের সাথে কথা হলে তিনি বলেন ১১টি ইউনিয়নে ৩৯জন দলীয় মনোনয়ন চেয়েছে আলোচনা করে একক প্রার্থী চুড়ান্ত করার চেষ্টা করছি।