বিজ্ঞাপন দিন

আগামীকাল নীলফামারীতে দ্বিতীয় দফায় পাঁচটি ইউনিয়নে ভোট

সুমন মূখাজী নীলফামারী প্রতিনিধিঃ আজ রাত পোহালেই আগামীকাল(৩১ মার্চ) তৃণমূলের সবচেয়ে জনপ্রিয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটের লড়াই। প্রথমবারের মতো চেয়ারম্যান পদে দলীয়ভাবে নির্বাচন হওয়ায় নীলফামারীর বেশির ভাগ এলাকায় আতঙ্ক ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। ভোটাররা অধীর আগ্রহে সেই ক্ষণটির প্রহর গুনছেন। নিজের ভোট দেওয়ার পাশাপাশি শেষ পর্যন্ত কোন প্রার্থীর মাথায় বিজয় মুকুট ওঠে, তা দেখার আগ্রহেও সময় কাটছে তাদের। আর দিনরাতের ক্লান্তিহীন প্রচার শেষে গতকাল মধ্যরাতের পর থেকে প্রার্থীরাও ছিলেন অনেকটা 'ঢিলেঢালা মুডে'। তবে ঘরোয়া প্রচারের সুযোগ নিয়ে রাতভর বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের দোয়া প্রার্থনা থেমে ছিল না। এদিকে নির্বাচন কমিশন (ইসি) নিরাপদে ভোট অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি শেষ করেছে। ইসি আশা করছে, আগামী বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটাররা নির্বিঘ্নেই ভোট দিতে পারবেন। নীলফামারী সদর উপজেলায় দ্বিতীয় পর্যায়ে পাঁচটি ইউনিয়ানে কাল বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট চলবে। ভোট উপলক্ষে এদিন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় থাকছে সাধারণ ছুটি। দ্বিতীয় দফায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নীলফামারী সদরের পাঁচটি ইউনিয়ান হলোঃ (১) চওড়াবড়গাছা (২) গোড়গ্রাম (৩) পলাশবাড়ী (৪) পঞ্চপুকুর (৫) লক্ষীচাপ মনোনয়ন যাচাই বাছাই – ৫ ও ৬ ই মার্চ। মনোনয়ন প্রত্যাহার – ১৩ ই মার্চ