বিজ্ঞাপন দিন

জলঢাকায় স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুস্ঠিত

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে স্কুলমুখী করা, ঝরে পড়া রোধ, গনতান্ত্রিক মুল্যবোধের সৃষ্টি, উন্নয়ন কর্মকান্ডে অংশগ্রহনের মানসিকতা তৈরির লক্ষে  নীলফামারীর জলঢাকায় বৃহস্পতিবার সকালে কাজিরহাট পন্হাপাড়া আদর্শ আলিম মাদরাসায়  স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুস্ঠিত হয়েছে। সকাল ৯ টা থেকে বিরতিহীন ভাবে দুপুর ২টা পর্যন্ত এ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। ছাত্রছাত্রীদের মধ্যে থেকে প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার, নিরাপত্তার ব্যবস্হা, ভোট গননা সহ সবখানে তাদের অংশগ্রহন নির্বাচনকে উৎসব মুখর করে তোলে। মাদরাসার সভাপতি সাবেক অধ্যাপক এজিএম নোমান, অধ্যক্ষ মমিনুর রহমান, ভাইস প্রিন্সিপাল হেমায়েত আলম,  শিক্ষক মর্তুজা ইসলাম, হারুন অর রশীদ, জয়নাল আবেদিন, তশরিফা বেগম, সেলিনা বেগম উপস্হিত থেকে ভোটগ্রহন পর্যবেক্ষণ করেন। নির্বাচনে সার্বিক সহযোগিতা করেন বিপিএড শিক্ষক সিদ্দিক ফারুক। এবারের নির্বাচনে ১৫ জন প্রার্থী অংশগ্রহন করে। তারমধ্যে ৮জন নির্বাচিত হয়। নির্বাচিতরা হলেন ৬ষ্ঠ শ্রেনীর সাব্বির হোসেন, মরিয়ম আখতার, ৭ম শ্রেনীর রোকসানা, দুলাল, ৮ম শ্রেনীর মিতু নবম শ্রেনীর আবু তালেব,  ১০ম শ্রেনীর ওয়াকিজ্জামান ও রুমাইয়া।