বিজ্ঞাপন দিন

জলঢাকা খুটামারা ইউপিতে আওয়ামীলীগের একাধিক মনোনয়ন প্রত্যাশী।

মর্তুজা ইসলাম জল ডেস্ক : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নীলফামারীর জলঢাকা খুটামারা ইউনিয়নে আওয়ামীলীগের ৪জন প্রার্থী মনোনয়ন পাবার আশায় দৌড়ঝাপ শুরু করেছে। এবারের নির্বাচন দলীয় প্রতিকে হওয়ার ঘোষনায় সরকারী দলের সমর্থন পেতে সম্ভাব্য প্রার্থীরা জেলা ও উপজেলা নেতাদের সাথে যোগাযোগ করছে। খুটামারা ইউনিয়নে আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থীরা হলেন জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবু সাঈদ শামীম, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মাহফুজার রহমান মাস্টার, উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক কামরুজ্জামান দুলাল ও ইউনিয়ন সদস্য ডাঃ রমানাথ রায়। এই নির্বাচনে সরকারী দলের প্রার্থী সম্পর্কে ৩ নং ওয়ার্ডের বাসিন্দা মিজানুর রহমান দুলু মাস্টার বলেন সাবেক চেয়ারম্যান আবু সাঈদ শামীম দলীয় কর্মীদের সাথে সুসম্পর্ক ছাড়াও দীর্ঘদিন থেকে ইউনিয়নের ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ভোট কামনা করছেন। সম্ভাব্য প্রার্থী আবু সাঈদ শামীমেরর সাথে কথা হলে তিনি বলেন আমি দীর্ঘদিন থেকে দলীয় কর্মীদের সাথে নিয়ে এলাকার জনগনের উন্নয়নে কাছ করছি তাই সাবেক চেয়ারম্যান হিসেবে আশা রাখি দল আমাকে মনোনয়ন দিবে। অন্যদিকে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে চাকুরীরত আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আওয়ামীলীগ পরিবারের সন্তান প্রধান শিক্ষক মাহফুজার রহমান মাস্টার ইউনিয়নের এক প্রান্ত আর এক প্রান্ত নির্ঘুম গনসংযোগ করছেন। দলীয় মনোনয়ন প্রসংগে তিনি বলেন আমার বাবা ৭২ সালে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছিলেন। ২৭ বছর সরকারী চাকুরী করলাম। চাকুরীতে ইস্তফা দিয়ে আওয়ামীলীগের সমর্থক হিসেব দলের মনোনয়ন চাইব আশাকরি দল আমাকে মুল্যায়ন করবে। এছাড়াও উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক কামরুজ্জামান দুলাল ও ইউনিয়ন আলীগের সদস্য ডাঃ রমানাথ রায় দলীয় মনোনয়ন লাভের আশায় এলাকায় গনসংযোগে ব্যস্ত দিন কাটাচ্ছে।