বজলুর রশিদ :নীলফামারীর জলঢাকা উপজেলায় গতকাল রাতে একসঙ্গে তিন দোকানে চুরি সংঘটিত হয়। কবির চৌধুরী শপিং কমপ্লেক্স এর সুপার স্টার শোরুম ,শাম্মি হোটেল ও রঙ্গন এন্টারপ্রাইজ এ দোকান ঘরের টিন কেটে এই চুরি সংঘটিত হয়।প্রতিদিনের মতো দোকান মালিকরা দোকান খুলে দেখতে পায় দোকান ঘরের উপরের টিন কাটা ,এই চুরির ঘটনাটি জানাজানি হলে অনেক লোকজনের সেখানে সমাগম দেখা যায়।দোকান মালিকদের সঙ্গে যোগাযোগ করলে তারা বলে টিন কেটে চোর দোকান ঘরে ঢুকলেও তেমন কোন মালামাল নিয়ে যেতে পারেনি ।তবে জলঢাকার সব দোকান মালিকদের মধ্যে চুরির ভয় আতঙ্ক বিরাজ করছে।এই চুরির ব্যাপারে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে।তারা চুরির বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস প্রদান করেছেন।