বিজ্ঞাপন দিন

ডিমলায় তামাক চাষ ছাড়ছেনা কৃষকরা!

জল ডেস্ক :নীলফামারী জেলার ডিমলা উপজেলায় খগাখড়িবাড়ী, পূর্ব ছাতনাই, গয়াবাড়ী, খালিশা চাপানী, টেপাখড়িবাড়ী এবং ডিমলা সদর ইউনিয়নে এখন কিছু কৃষক তামাক চাষ অব্যহত রেখেছেন। বর্তমানে হাটে তামাক বিক্রয় হচ্ছে ১৬-২১ শত টাকা। বিঘা প্রতি ১০-১২ মণ তামাক উৎপাদন হয় ও চাষে খরচও কম। তামাক চাষে বেশি লাভ হয় যেমন সত্য তেমন মানব জীবনে তামাক অপূরনীয় তি করে এটাও চরম সত্য। খগাখড়িবাড়ী ইউনিয়নের একজন তামাক চাষি ফেরদৌস ইসলাম সুজন (৩২) প্রতিবেদক কে জানান সে ৫ বিঘা জমিতে তামাক চাষ করেছে বাকী ৫ বিঘায় ধান চাষ করেন। তামাক চাষ কেন আপনি করছেন জানতে চাইলে তিনি বলেন এতে মুনাফা অধীক হয় এবং বিঘা প্রতি ২০-২২ হাজার টাকা পাই। এছাড়া তামাকের ডাটি (মুড়া) বিক্রয় ৫-৭ শত মণ দরে । আগের মত ব্যপক তামাক চাষ হয়না। তবে তামাক চাষ বন্ধ হয় নাই।