বিজ্ঞাপন দিন

৯ মার্চ চালু মোবাইলে শেয়ার লেনদেন

জল ডেস্ক : আগামী ৯ মার্চ `ডিএসই-মোবাইল` অ্যাপস চালু করতে যাচ্ছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এ অ্যাপস চালু হলে বিনিয়োগকারীরা মোবাইলের মাধ্যমে শেয়ার লেনদেন করতে পারবেন। রোববার ডিএসই কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ড. স্বপন কুমার বালা। তিনি বলেন, আগামী ৯ মার্চ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে `ডিএসই-মোবাইল` অ্যাপসটির উদ্বোধন করবেন। তিনি বলেন, ফেব্রুয়ারি মাসেই মোবাইল অ্যাপসটি উদ্বোধন করার কথা ছিল। কিন্তু অর্থমন্ত্রী দেশের বাইরে থাকায় তা সম্ভব হয়নি। সে কারণে আগামী ৯ মার্চ এটি উদ্বোধন করা হচ্ছে। মোবাইল অ্যাপস চালু হলে বিনিয়োগকারীরা দেশের যে কোনো প্রান্ত থেকে শেয়ারবাজারে লেনদেন করতে পারবেন উল্লেখ করে স্বপন কুমার বালা বলেন, দীর্ঘদিন ধরে ব্রোকারেজ হাউজের নতুন শাখা খোলার প্রক্রিয়া বন্ধ রয়েছে। এ কারণে দেশের সব অঞ্চল থেকে শেয়ারবাজারে লেনদেন করতে পারছিলেন না বিনিয়োগকারীরা। `ডিএসই-মোবাইল` অ্যাপস চালু হলে সে সমস্যার সমাধান হবে। অবশ্য মোবাইল অ্যাপসের মাধ্যমে বিদেশে থেকেও লেনদেন করতে পারবেন বিনিয়োগকারীরা। তবে লেনদেন চালুকালীনই শুধু অ্যাপসটির মাধ্যমে লেনদেন করা যাবে বলে জানান তিনি। ডিএসইর উপ-মহাব্যবস্থাপক নিজাম উদ্দিন বলেন, বিনিয়োগকারীরা এই অ্যাপসের মাধ্যমে নিজেই ক্রয়-বিক্রয়ের নির্দেশ দিতে পারবেন। তবে অ্যাপসটি চালু করতে হলে ডিলার ও ব্রোকারেজ হাউসের প্রধান অফিস বা শাখা অফিসের রেজিস্ট্রেশন লাগবে।