বিজ্ঞাপন দিন

ধর্মের নামে মানুষ হত্যা বন্ধ করুন : সংস্কৃতি মন্ত্রী

সুমন মূখাজী নীলফামারী প্রতিনিধিঃ সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন ইসলামের নামে যারা মানুষ হত্যা করছে তারা ইসলাম ধর্মের লোক হতে পারে না। ধর্মের নামে, গণতন্ত্রের নামে যা করা হচ্ছে তা রাজনীতি নয়। এরা ৭১ সালেও মুক্তিযুদ্ধের বিরোধীতা করেছিল। আজ তারাই ধর্মের উল্টো পথে হাটছে। ধর্মের মূল কথা মানুষের সেবা করা। পৃথিবী শ্রেষ্ঠ ধর্ম ইসলাম হত্যা সমর্থন করে না। অাজ রোববার সৈয়দপুরে রেলওয়ে শ্রমিকলীগের কারখানা ও ওপেন লাইন শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য বলেন নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মমতাজুল হক, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র আখতার হোসেন বাদল, পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জাওয়াদুল হক, রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাড. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আকন্দ, যুগ্ম-সম্পাদক মোখছেদুল মোমিন, আ’লীগ নেতা মোজাম্মেল হক প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, আমাদের অবহেলিত এ জনপদের জন্য তথা সৈয়দপুর থেকে ঢাকা পর্যন্ত নীলসাগর।আন্তঃনগর ট্রেনের বগীর সংখ্যা।বৃদ্ধিসহ সরাসরি আরো একটি দিবাকালীন ট্রেন চালুর জন্য তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। একই সঙ্গে সৈয়দপুরকে আধুনিক শহরে রূপান্তর করতে রেলওয়ের জায়গায় গড়ে ওঠা ব্যবসা প্রতিষ্ঠান ব্যক্তি মালিকানায় ছেড়ে দেয়া, রেলওয়ে কলোনী আধুনিকায়ন এবং রেলওয়ের অব্যবহৃত জায়গা দীর্ঘ মেয়াদি বন্দোবস্ত দেয়ারও দাবি জানান তিনি। সম্মেলন শেষে সাংবাদিক ওয়াহেদ সরকারের লেখা মুক্তিযুদ্ধ ও সৈয়দপুরের ইতিহাস নামক বইয়ের মোড়ক উন্মোচন করেন