বিজ্ঞাপন দিন

নীলফামারীর ৭ সাব-রেজিস্ট্রি নকল নবীশদের মানববন্ধন

সুমন মূখাজী নীলফামারী প্রতিনিধিঃ জেলার ৭টি সাব-রেজিষ্ট্রি অফিসের নকলনবীশরা (এক্সট্রামোহরার) আজ রবিবার মানববন্ধন ও সমাবেশ কর্মসুচি পালন করেছে। দুপুর ১২টা থেকে একঘন্টার এই কর্মসুচি পালন করা হয়। জেলা শহরের শহীদ মিনারের সামনে। স্কেলভূক্ত করন এবং বার মাসের বকেয়া পারিশ্রমিকের দাবিতে বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকলনবীশ) এসোসিয়েশন (রেজি নং- বি-১৭৪৬) কেন্দ্রীয় কমিটি ঘোষিত বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে কর্মসূচি পালন করে তারা। কর্মসুচিতে জেলা সদর, সৈয়দপুর, ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরীগঞ্জ ও চিলাহাটি সাব-রেজিস্ট্রি অফিসের সামনে ২৩০ জন নকলনবীশ এতে অংশ নেন। মানববন্ধন চলাকালিন সমাবেশে বক্তব্য রাখেন আব্দুল রশিদ, শাহ আলম, রেজাউল আলম, আনিছুর রহমান, হর্ষবর্ধন, আজিজার রহমান, হিরম্ব কুমার রায় ও কামরুজ্জামান প্রমুখ। সুত্র মতে, দাবি আদায়ে আগামী ১৮ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত সকল জেলা ও সাব- রেজিস্ট্রি অফিসে (নিবন্ধন) অর্ধদিবস কলমবিরতি, ২৪ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত পূর্ণদিবস কলমবিরতি এবং ২ মে ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এর আগে একই দাবিতে গত ১২ ও ১৩ এপ্রিল তারা কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছিল।