বিজ্ঞাপন দিন

নীলফামারীতে ফলাফল কারচুপির অভিযোগ করলেন আ.লীগ প্রার্থী

সুমন মূখাজী নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী সদরের কচুকাটা ইউনিয়নের ২৩ এপ্রিল তৃতীয় দফায় অনুষ্ঠিত নির্বাচনে ফলাফল কারচুপির অভিযোগ এনে পুণরায় ভোট গণনার আবেদন জানিয়েছেন ওই ইউনিয়নের চেয়ারম্যান পদের আওয়ামী লীগের পরাজিত প্রার্থী আনিছুর রহমান। আজ সোমবার তিনি অভিযোগ করে বলেন, ওই ইউনিয়নের ভোটের দায়িত্ব পালনকারীরা অর্থের বিনিময়ে (প্রিজাইটিং ও পুলিং কর্মকর্তা) যোগসাযোস করে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ চৌধুরীকে (চশমা) জিতিয়েছেন। ভোট গ্রহন শেষে তারা কেন্দ্রে ভোট গণনা ও ফলাফল ঘোষণা না করে ব্যালট বাক্স নিয়ে রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে চলে এসেছেন। তারা আমার ফলাফল চুরি করে স্বতন্ত্র ওই প্রার্থীকে জিতিয়েছেন। সকল.কেন্দ্রের ভোট পুণগণনা করা হলে আসল চিত্র বেড়িয়ে আসবে। আমি ভোট পুণগণনার দাবি জানিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে আবেদন করেছি। এব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা আজাদুল হেলার.বলেন, অভিযোগ পেয়েছি। তিনি (অভিযোগকারী) ঢালাওভাবে অভিযোগ করেছেন। তার আবেদন বিবেচনার জন্য আমি জেলা কর্মকর্তার অফিসে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করেছি। উল্লেখ্য ওই ইউনিয়ে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পাটি এবং স্বতন্ত্রসহ ছয় জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন। সেখানে স্বতন্ত্র প্রার্থী আব্দুর.রউফ চৌধুরী (চশমা) ৫হাজার ৫৯০ ভোট.পেয়ে নির্বাচিত হন। ৪ হাজার ৬৩০ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন স্বতন্ত্র প্রার্থী সহিদুল ইসলাম (আনারস)। আওয়ামী লীগের প্রার্থী আনিছুর রহমান (নৌকা) ১ হাজার ৭৩০ ভোট, বিএনপির প্রার্থী আবু তাহের (ধানেরশীষ) ১ হাজার ৯৬৮ ভোট,.জাতীয় পাটির ফজলুল করিম (লাঙ্গল) ১০৫ ভোট, স্বতন্ত্র প্রার্থী বেলাল উদ্দীন (টেলিফোন) ৯৫৫ ভোট পেয়েছেন।