বিজ্ঞাপন দিন

জলঢাকায় বিস্ব বই দিবস উপলক্ষে পাঠাভ্যাসের গুরুত্ব বিষয়ক সেমিনার

মর্তুজা ইসলাম জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় শনিবার সকালে উপজেলার ৬৯ টি শিক্ষা প্রতিষ্ঠানে ইউনেস্কো ঘোষিত বিস্ব বই দিবস উপলক্ষে পাঠাভ্যাসের গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে  উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগীতায় প্রকল্পভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দ্যোগে দেয়াল পত্রিকা প্রকাশ ও প্রদর্শনী, বই পড়ার গুরুত্ব বিষয়ে সেমিনার, আলোচনা সভা, র্যালি, বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিকে দিবসটি পালনের লক্ষে চাওড়াডাঙ্গী স্কুল এন্ড কলেজে অধ্যক্ষ মনমথ রায়ের সভাপতিত্বে দেয়ালিকা প্রকাশ, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় অন্যদের মধ্যে উপষ্হিত ছিলেন বিস্ব সাহিত্যে কেন্দ্রের প্রোগ্রাম অফিসার মারুফ হোসেন, সিনিয়র শিক্ষক নাসিম উদ্দিন,  খোকারাম রায়, জাহাঙ্গীর আলম, পেয়ারি বেগম ও আম্বিয়া খাতুন ।