বিজ্ঞাপন দিন

অল্পের জন্য রক্ষা পেল সৈদপুরে ইউএস বাংলা বিমান

সৈয়দপুর প্রতিনিধি: সৈয়দপুর বিমানবন্দরে ইএস বাংলা এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট বৃহষ্পতিবার বিকেলে (১৪ এপ্রিল) রানওয়ে থেকে ছিটকে ৩০ গজ দূরে চলে যায়। ফলে ওই বিমানের ৭৪ জন যাত্রী প্রাণে রক্ষা পান। ঢাকা- সৈয়দপুর আকাশপথে ইউএস বাংলার বিমানটি বিকেল ৫-২০ মিনিটে সৈয়দপুর বিমাবন্ধরে অবতরণের সময় বিমানটি রানওয়ে থেকে মাটিতে চলে যায়। এসময় ল্যান্ড পোষ্ট দুমড়ে- মুচরে যায়। অল্পের জন্য রক্ষা পান বিমানের ৭৪ জন যাত্রী। এদিকে ওই বিমানের এমডি মামুনুর রশীদ সৈয়দপুরে অবস্থানের কারণে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে বিমানটি রানওয়েতে আনার পর পরীক্ষা-নিরীক্ষার পর ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ইউএস বাংলার যাত্রী এসলাম খান জানান, অল্পের জন্য আমরা সকলে প্রাণে রক্ষা পেয়েছি। পাইলট ব্রেক চাপার পরেও মাটিতে চলে যায় বিমানটি। বিমানে ৫ জন ভিআইপিসহ ৭৪ জন যাত্রী ছিলেন। ইউএসবাংলার সৈয়দপুর বিমানবন্দর ম্যানেজার রাকিব মুস্তাকিম জানান, এ ধরণের কোন ঘটনা ঘটেনি। ফ্লাইট নির্ধারিত সময়ে এসে চলে গেছে বলে জানান তিনি।