বিজ্ঞাপন দিন

শৌলমারি ইউনিয়নের সিংড়িয়া শিবুরহাটে প্রতিদিন রমরমা জুয়া

কৈমারী প্রতিনিধি :জলঢাকা শৌলমারি ইউনিয়নের সিংড়িয়া শিবুরহাটে প্রতিদিন চলতি ক্রিকেট ম্যাচ গুলোতে জুয়া খেলা হয় তাছাড়াও এখানে প্রতিদিন লুডু,কার্ড,কেরাম খেলা হয়।
এলাকাবাসীর অভিযোগ প্রতিদিন এই হাটে সারা দিনে ও রাতে তাস খেলা হয়। এতে জুয়ার টাকার পরিমান শুনলে ভয়াভব! সামনে আসছে IPL
ক্রিকেট! এলাকাবাসীর ধারনা, তাতে আরো বেশি করে খেলা হবে। এখানে পাশের ইউনিয়ন কৈমারীর ,গাবরোল (টগারারডাঙ্গা),  আনছার­হাট, কয়লাবাজার,বটতলি
বাজার,নেকবক্ত, তিনকদম বাজার ও কাজিরহাট থেকে সবচেয়ে বড় জুয়ারুরা আসে জুয়া খেলতে।
শিবুরহাটে জুয়ার জন্য ক্ষতির সম্মুখিন হচ্ছে তরুন ছেলেরা।
এই বাজারে ১০ বছরের ছেলে থেকে বৃদ্ধরা পর্যন্ত  জুয়া খেলা শুরু করেছে।
যা অত্যন্ত দূঃখজনক! প্রতিটি পরিবারের সদস্যরা তাদের ছেলে,স্বামীকে নিয়ে চিন্তিত।। এই গ্রামের মহিলারা বিশেষকরে যাদের স্বামী জুয়া খেলে তারা কি করবে,
বুঝতে পারছে না। আসলে এই জুয়া খেলা বন্ধ করতে এগিয়ে আসছে না
অত্র এলাকার মেম্বার চেয়ারম্যান। অত্র এলাকার কিছু মহিলা মেম্বারের বাড়িতে গিয়েছিল!
 কিন্তু মেম্বার মিজানুর রহমান কোনো প্রতিক্রিয়া জানায়নি বা কোনো প্রকার
পদক্ষেপ নেয়নি। এমতবস্থায় এলাকাবাসী এখন পুলিশ প্রশাসনের সাহায্য কামনা করছে।