বিজ্ঞাপন দিন

সাদুল্যাপুরে একসঙ্গে ৫ সন্তানের মা হলেন আরজিনা

জল ডেস্ক :গাইবান্ধার সাদুল্যাপুরে আরজিনা বেগম (২৮) নামের এক গ্রহবধু একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। তিনি উপজেলার কিশামত শেরপুর গ্রামের শিরিকুলের স্ত্রী। বিয়ের ১২ বছর পর দীর্ঘদিনের বন্ধ্যাত্ব ঘুচিয়ে একসঙ্গে পাঁচটি সন্তানের জন্ম দিলেন আরজিনা। এই সন্তান জন্মদানের ঘটনায় মঙ্গলবার রাতে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে কৌতূহলী মানুষ ভিড় জমায়। পারিবারিক সূত্রে জানা যায়, বনগ্রাম ইউনিয়নের বদলাগাড়ী গ্রামের আরজিনা বেগমের সঙ্গে আব্দুল শফু শেখ এর ছেলে শিরিকুল ইসলামের (৩৫) বিয়ে হয় প্রায় ১২ বছর আগে। বিয়ের পর থেকে দীর্ঘদিনেও তাদের সন্তান না হওয়ায় শ্বশুরবাড়ির লোকজনের কাছে অপাঙক্তেয় হয়ে ওঠেন আরজিনা। অবশেষে মঙ্গলবার বিকেলে তার প্রসব বেদনা শুরু হলে তাকে নিয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর সন্ধ্যায় গাইনি ডাক্তার সিরাজুম মুনিরা ডেইজির নেতৃত্বে একদল চিকিৎসক সফল অস্ত্রোপচার করেন। জন্মলাভ করে একে এক পাঁচটি ফুটফুটে সন্তান। যার তিনটি ছেলে ও দুটি মেয়ে। আরজিনার শ্বশুর আবদুল শফু শেখ এখন মহা আনন্দিত। নাতি-নাতনি জন্মের সঙ্গে সঙ্গেই কিনে নিয়ে আসেন প্রয়োজনীয় ওষুধপথ্যসহ পরিচর্যার অন্যান্য সামগ্রী। আরজিনার স্বামী শিরিকুল ঢাকার ইবাইস গার্মেন্টসে কর্মরত থাকলেও এখন ছুটি নিয়ে স্ত্রীর পাশে আছেন। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের ডা. সিরাজুম মুনিরা বলেন, সব সন্তানই সুস্থ রয়েছে। ওজন ভালো আছে। একটি সন্তান কিছুটা দুর্বল হলেও তা কাটিয়ে ওঠা সম্ভব হবে।