বিজ্ঞাপন দিন

ইউপি নির্বাচন কিশোরগঞ্জে টাকা বিতরণের সময় আটক-২ ভ্রাম্যমান আদালতে এক মাসের জেল

মর্তুজা ইসলাম, জলঢাকা, (নীলফামারী) প্রতিনিধি :নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আসন্ন ৪র্থ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে টাকা বিতরণের সময় ২ জনকে আটক করে স্থানীয় জনগণ। নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে তাদের ভ্রাম্যমান আদালতে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কিশোরগঞ্জ উপজেলা কর্মকর্তা। ঘটনাটি বড়ভিটা খন্দকার পাড়া এলাকার। জানা যায়, চেয়ারম্যান প্রার্থী ফজলার রহমানের ২ জন সমর্থক খন্দকারপাড়া এলাকায় টাকা নিয়ে ভোটারদের কাছে ভোট কেনার সময় স্থানীয় আইয়ুব আলী নামে একজন তাদের আটক করে। পরে থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তথ্য প্রমাণের ভিত্তিতে তাদের দুজনকেই ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৩০ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কিশোরগঞ্জ উপজেলা কর্মকর্তা এস.এম মেহেদী হাসান। এসময় কিশোরগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। তবে চেয়ারম্যান প্রার্থী ফজলার রহমান টাকা দেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, আমার প্রতিপক্ষ আমাকে ঘায়েল করার জন্য পরিকল্পিত ভাবে এ নাটক সাজিয়েছে। সাজাপ্রাপ্তরা হলেন- বড়ভিটা এলাকার জয়নুদ্দিনের ছেলে লুৎফর রহমান (৪০) ও আবদার রহমানের ছেলে রাজ্জাকুল ইসলাম (৩০)